শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০০৮

Folder Options Missing...


Folder Options হারিয়ে যাওয়া রীতিমত বিশাল একটা ঝামেলা। আমার Hidden Folder গুলা তো দেখতেই পারিনা, তাছাড়াও আমার Windows Explorer configure করতেও পারিনা। তবে এটা থেকে রেহাই পাওয়ার একটা সহজ পথ এখন বলে দিচ্ছি। PC তে খুব বেশি ঝামেলা না থাকলে আশা করি এই বুদ্ধিটা ভালই কাজ দেবে।


১। Run open করে Type করুন- "gpedit.msc",

২। এবার User Configuration > Ad
ministrative templates > Windows Components > Windows Explorer এ যান,

৩। ডান দিকের screen থেকে "Remove the Folder Option menu item from the Tools menu" select করুন, double click করুন,

৪। যদি এটা "Not Configured" এ check করা থাকে তবে "Enable" এ Check করে "Ok" করুন তারপর আবার "Not Configured" এ check করে "Ok" করে বাইরে আসুন।



আশা করি বুদ্ধিটা কাজ করবে.........।

কোন মন্তব্য নেই: