শনিবার, ২৫ অক্টোবর, ২০০৮

দুনিয়ার সেরা CEOরা...


  Technological site এ সর্বোচ্চ উপার্জনক্ষম মানুষদের ছোট পরিচিতি তুলে ধরলামঃ-


১) Nabeel Gareeb, MEMC Electronic Materials:


                                               


           তালিকার শীর্ষে আছেন ৪৩ বছর বয়সী পাকিস্তানী বংশোদ্ভুত Mr. Nabeel Gareeb, CEO of Chipmaker MEMC Electronic Materials. ২০০২ April থেকে তিনি এই company তে আছেন। তার compensation packege হল $79.6 million.

            ২০০১ সালে Texas Pacific Group MEMC company টি এর এক German মালিকের কাছ থেকে কিনে নেয় এবং নতুন করে ব্যবসা শুরু করে। তারপর অর্থাৎ ২০০২ এ April এ Gareeb এখানে CEO হিসেবে যোগ দেয়।

            এর আগে Gareeb সবচেয়ে বড় Power Semiconductor সরবরাহকারী company International Rectifier Corporation এ Chief Operating Officer হিসেবে ছিলেন। এখানে তার দায়িত্ব ছিল বিশ্বের সব জায়গায় semiconductor এর কাজ, গবেষণা, উন্নয়ন ও বাজারজাতকরন।

            তিনি International Rectifier Corporation এ ১৯৯২ সালে Vice President of Manufacturing হিসেবে যোগ দেন এবং আস্তে আস্তে উপরের পদে উঠতে থাকেন। Gareeb প্রায় ২৫ বছর আগে পাকিস্তান থেকে স্থায়ী ভাবে US এ চলে আসেন। তার শিক্ষাগত যোগ্যতা- MSc in engineering management এবং Bachelors in electrical and electronic engineering.



২) Jen-Hsun Huang, Nvidia :


                                            

     তালিকার ২য় শীর্ষে আছেন NVIDIA Corporation এর সহ-প্রতিষ্ঠাতা Jen-Hsun Huang. Huang 1993 April এ একটি Graphic Chip maker কোম্পানী তৈরী করেন যার বর্তমান বার্ষিক আয়ের পরিমান $45.9 million. NVIDIA এর প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি এর President, Chief Executive Officer এবং Member on NVIDIA board. তার নেতৃত্বেই NVIDIA বিশ্বের বাজারে programmable graphics processing technologies এ শীর্ষে আছে এবং বড় semiconductor industry গুলির মধ্যে একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

   এছাড়াও Huang Rand Corporation এর Board of Trustees এও কাজ করছেন এবং US-China relations এর একটি Organization এর  ১০০ জন Member এর মধ্যে তিনি একজন।

   NVIDIA এর আগে Huang LSI Logic এ engineering, marketing and general management পদে ছিলেন, এছাড়া Advanced Micro Devices এর microprocessor designer হিসেবেও কাজ করেছেন।

   Huang Oregon State University থেকে BSEE এবং Stanford University থেকে MSEE Degree নিয়েছেন।


৩) Jonathan Schwartz, Sun Microsystems :


                                         


     তালিকার ৩ নম্বরে আছেন Jonathan Schwartz, chief executive officer এবং president of Sun Microsystems. যার বার্ষিক সম্পত্তির পরিমান $13.5 million. ২০০৬ সালে Company এর সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান Chairman Scott McNealy এর জায়গায় তিনি Company এর CEO হন।

   ২০০৪ এ তিনি president and chief operating officer পদে উন্নীত হয়েছিলেন এবং SUN এর product development and marketing, থেকে global sales and service পর্যন্ত সমস্ত কিছু তিনিই সামলাতেন। তিনি SUN এর Open source এর অনেক কাজের প্রথম উদ্যোক্তা এবং computing industry তে একজন স্পষ্টভাষী প্রবক্তা। তিনিই SUN কে অর্থনৈতীক, সামাজিক ও রাজনৈতীক অঙ্গনে পরিচিত করেন।

   CEO হবার আগেও তিনি SUN এর সফটওয়্যার এ executive vice president এবং এর Chief Strategy Officer ছিলেন এবং এছাড়াও product and corporate development এর বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।

   তিনি ১৯৯৬ সালে SUN এ যোগ দেন যখন SUN "Lighthouse Design" কে দখল করে নেয়। মজার ব্যাপার হল তিনি তখন এই "Lighthouse Design" এরই সহ-প্রতিষ্ঠাতা এবং CEO ছিলেন। এর আগে তিনি McKinsey & Co. তে কাজ করেছেন।
   তিনি Wesleyan University থেকে economics and mathematics এ ডিগ্রী অর্জন করেন।



৪) Shantanu Narayen, Adobe Systems:

                                       

    ৪৪ বছর বয়সী হায়দারবাদ বংশোদ্ভুত electronics engineer Shantanu Narayen আছেন তালিকার ৪ নম্বরে। তিনি ২০০৭ এ Adobe তে CEO হন। বার্ষীক আয় $12 million.

   Narayen ১৯৯৮ সালে Adobe তে Vice President এবং General Manager হিসেবে Adobe's engineering technology group এ যোগ দেন। তিনি ১৯৯৯ সালে Worldwide Products এ Senior Vice President পদে উন্নীত হন এবং ২০০১ সালে Worldwide Product Marketing and Development এ Executive Vice President পদে উন্নীত হন।

   January ২০০৫ এ তিনি Adobe এর President ও COO এর পদে উন্নীত হন। Adobe তে যোগ দেবার আগে তিনি ১৯৯৬ এ Pictra Inc এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

   ২০০৫ এ Ex-CEO Bruce Chizen এর সাথে Narayen Macromedia Inc এর নেতৃত্ব দেন এবং $3.4 billion কামাই করেন। এতে তারা Adobe এর software platforms and solutions এর ক্ষেত্র প্রবৃদ্ধি ঘটান যাতে Adobe এর কাজ mobile device ও multimedia publishing এ রাজত্ব শুরু করে।


 ৫) Dara Khosrowshahi, Expedia:

                                        

   তালিকার ৫ম স্থানে আছেন CEO of Expedia - Dara Khosrowshahi যার বার্ষীক আয় $4.9 million.
  
   Expedia প্রথমে Microsoft এর একটা অংশ ছিল ১৯৯৬ সালে। ১৯৯৯ সালে এটি Microsift থেকে আলাদা হয়ে যায়। পরে ২০০১ সালে USA Networks Expedia কে কিনে নেয়।

   ৩৯ বছর বয়সী Khosrowshahi ২০০৫ সালে Expedia এর CEO হন যখন এটি IAC ( Inter Active Corp) থেকে আলাদা হয়ে যায়। তিনি IAC তেই ছিলেন ১৯৯৮ সাল থেকে Vice President of Strategic Planning হিসেবে।এরও আগে তিনি Allen & Company LLC তে ১৯৯১ থেকে ১৯৯৮ পর্যন্ত কাজ করেছেন যেখানে ১৯৯৫ থেকে ১৯৯৮ পর্যন্ত Vice President হিসেবে ছিলেন।

   Khosrowshahi ১৯৯১ সালে Brown University থেকে BA in Engineering ডিগ্রী লাভ করেন।


  
৬) Francisco D'Souza, Cognizant:

                                 

  
এবং তালিকার ষষ্ঠ স্থানে আছেন ৩৯ বছর Francisco D'Souza, President এবং Chief Executive Officer of Cognizant. তিনি ২০০৭ থেকে এই Company তে আছেন যার বার্ষীক আয় $3.7 million.

   এর আগে তিনি ছিলেন Chief Operating Officer for Cognizant's global delivery, marketing and sales,
business development and client services operations. তিনি company এর North America ও Uropean কার্যাবলীরও নেতৃত্ব দিয়েছেন।

  তার আগে তিনি The Dun& Bradstreet Corporation এর marketing, strategic planning and new business development in Germany, US and India তে কাজ করেছেন।

  তিনি Kenya তে জন্মগ্রহন করেন। University of East Asia থেকে ব্যাচেলর ডিগ্রী পান, এবং
Carnegie-Mellon University MBA করেন।



কোন মন্তব্য নেই: