সোমবার, ৮ ডিসেম্বর, ২০০৮

Error code ecoding...


আমরা প্রায়ই net browse করতে গিয়ে কিছু ঝামেলায় পড়ি
যেমন "error code"। তার মধ্যে কিছু পরিচিত সমস্যা নিয়ে আজ আলাপ করছি-

 

"400 - Bad Request"

 

 Problem: web page এর address টায় কোন সমস্যা আছে।
হয় এই পৃষ্ঠা দেখার অনুমতি আপনার নাই, অথবা এই পৃষ্ঠাটাই আর নাই।

 

Solution: web address টা ভাল করে খেয়াল করুন, বিশেষ
করে যদি address টা বড় হয়। Slash গুলা দেওয়া হয়েছে কিনা খেয়াল করুন (এগুলা forward
slash হবে) এবং নামটাও ঠিক আছে কিনা পরখ করে নিন। Web page address কিন্তু case
sensitive, সুতরাং যেখানে যেখানে capital আর small leteer বসবে, সেটাও নজর রাখতে
হবে যাতে মূল web page এর সাথে মিলে যায়।

 

 

 

"401 - Unauthorized"

 

Problem: ২ টা কারন, হয় এই page দেখার অনুমতি আপনার
নাই, অথবা আপনার login name বা password এ কোন সমস্যা হইছে।

 

Solution: প্রথম কারন্টা সত্যি হলে আমার আর কিছু বলার
নাই, ভদ্রলোকের মত অনধিকার চর্চা না করে ছেড়ে দিন, যে page দেখার অনুমতি আপনার নেই,
তা কেন দেখতে যাবেন? আর যদি দ্বিতীয় কারন সত্যি হয়, তবে আপনার login name and
password ঠিক করে বসান, দরকার হলে নতুন করে login করুন। ও হ্যা... password কিন্তু
case sensitive.

 

 

"403 - Forbidden"

 

Problem: 401 এর মতই।

 

Solution: Pasword ভাল করে দিন।

 

 

"404 - Not Found"

 

Problem: web page টি server এ নেই অথবা হারিয়ে
গেছে।

 

Solution: Address টি ভাল করে পরীক্ষা করুন এবং আবার
চেষ্টা করুন।যদি website টার কোন search engine থাকে, তবে সেটা ব্যবহার করে
নির্দিষ্ট page টি খুজে বের করতে পারেন। অনেক সময় webpage redesign করতে গিয়ে page
এর link গুলাও বদলে যায়।

সেক্ষেত্রে page address থেকে Domain name এর পরের
অংশটুকু বাদ দিয়ে page load করুন। যেমন - http://biggani.com/content/view/1024/161/ থেকে
".COM" এর পরের অংশগুলা বাদ দিয়ে page load করুন, তাহলে site টার Homepage পাওয়া
যাবে

 

 

"503 - Service unavailable"

 

Problem: আপনার ISP থেকে এখন কোন সংযোগ
নেই

 

Solution: কিছুক্ষণ পর আবার try করুন, দরকার হলে ISP
Administrator কে ফোন করুন।

কোন মন্তব্য নেই: