বুধবার, ৩ জুন, ২০০৯

Guddu Virus...

 
   মাঝে মাঝে কিছু অভিযোগ আসে এমন যে- তারা তাদের pc তে কোন file খুজে পাচ্ছেনা। শুধু পাওয়া যাচ্ছে একটা txt file যাতে লেখা-
 
The above file contains the following message:
Just Kidding.
Sincerely yours
Mr. Guddu
mr.guddu.bd@gmail.com
 
 
  হ্যা, আমি Guddu virus এর কথাই বলছি। আজকের লেখাটা Guddu নিয়ে।
 

 

  নামঃ    W32.Gudek (Guddu Virus হিসেবেই বহুল পরিচিত)

 ঝুকিঃ     system এর তেমন কোন ক্ষতি করে, শুধু HDD বা removable storage পরিস্কার করে দেয়

 আবিস্কারঃ  জানুয়ারি ১৮, ২০০৮

Type: এটা এক ধরনের Worm, অর্থাৎ এটা নিজেই বংশ বৃদ্ধি করে ব্যপকভাবে ছড়িয়ে পড়তে পারে

Size: প্রায় ৩০০ KB

আক্রমনের ক্ষেত্রঃ Windows 95 থেকে শুরু করে VISTA পর্যন্ত সব জায়গাতেই ওর রুচি আছেযদিও VISTA তে ভালোভাবে সফল হতে পারে না

 

 

 

   সোজা কথায় বলতে গেলে এটা এমন এক ধরনের Worm যা fixed বা removable storage এ নিজেই বংশ বৃদ্ধি করে ছড়িয়ে পড়ে এটা Network Share এর মাধ্যমেও ছড়ায় এটা বেছে বেছে কিছু Type এর file কে আক্রমন করে এবং কিছু process কেও নিস্ক্রিয় করে দেয়

 

   এটা যখন execute হয়, তখন নিচের file গুলো তৈরী করে-

 

Ø  C:\Documents and Settings\All Users\My Documents\SГїstem.exe

Ø  %ProgramFiles%\SГїstem.exe

Ø  %System%\SГїstem.exe

Ø  %System%\Winnt.sys

Ø  %Windir%\SГїstem.exe

Ø  %Windir%\Winnt.sys

Ø  %Windir%\Tasks\At1.job

Ø  %Windir%\Tasks\At2.job

Ø  %Windir%\Tasks\At3.job

Ø  %Windir%\Tasks\At4.job

Ø  %Windir%\Tasks\At5.job

Ø  %Windir%\Tasks\At6.job

Ø  %Windir%\Tasks\At7.job

Ø  %Windir%\Tasks\At8.job

Ø  %Windir%\Tasks\At9.job

Ø  %Windir%\Tasks\At10.job

Ø  %SystemDrive%:\Autoexec.bat

Ø  %SystemDrive%:\New Folder.exe

Ø  %SystemDrive%:\WinSys.sys

Ø  %SystemDrive%:\bootsect.exe

Ø  %DriveLetter%\SГїstem.exe

Ø  %DriveLetter%\autorun.inf

 

 

   আর সেই সাথে একগাদা registry entry ও করে যা বিস্তারিত আর লিখলাম না

Ref: http://en.securitylab.ru/viruses/311899.php

 

 

 

   এই Worm যেসব file গুলোকে পছন্দ করে সেগুলো হলো-

 

Ø  .doc

Ø  .xls

Ø  .exp

Ø  .ppt,

Ø  .mdb

Ø  .dba

Ø  .pdf

Ø  .jpg

Ø  .psd

Ø  .ai

Ø  .dwg

Ø  .mp3

Ø  .mpg

Ø  .zip

Ø  .rar

Ø  .qxd

Ø  .rdf

Ø  .rep

Ø  .fmx

Ø  .fmb

Ø  .cpp

 

 

    আক্রমনের ফলে উপরোক্ত extensoin এর file গুলোতে যা থাকে সব মুছে যায় এবং একটা ছোট লেখা ঢুকে যায়- Locked by Mr. Guddu.

 

তারপর এটি SMTP ব্যবহার করে mr.guddu.bd@gmail.com ঠিকানায় একটা মেইল পাঠিয়ে দেয় এই বলে যে- Operation successful হয়েছে

 

To:
mr.guddu.bd@gmail.com

Subject:
Successful Infection Notification

Message:
[COMPUTER NAME] - [USER NAME] has successfully infected!
Mr. Guddu

The worm may delete all files in the following location:
%CurrentFolder%

 

 

   তারপর এটি “Deleted file name” নামে একটা folder তৈরী করে এবং তার ভিতর একটা txt file দিয়ে তাতে লিখে দেয়-

 

The above file contains the following message:
Just Kidding.
Sincerely yours
Mr. Guddu
mr.guddu.bd@gmail.com

 

 

 

অনেক সময় এধরনের লেখাও থাকে-

Warning!
You are infected by Unknown Virus! Contact with Mr. Guddu! Mail at
mr.guddu.bd@gmail.com

 

 

 

এই Worm নিচের application গুলো বন্ধ করে দেয়-

 

Ø  Registry

Ø  Security

Ø  Folder Options

Ø  Schedule

Ø  Group Policy

Ø  Command

Ø  Task Manager

 

 

এবং কিছু process ও বন্ধ করে-

 

Ø  Mcshield.exe

Ø  Nvprotect.exe

Ø  avp.exe

 

 

  পুরা ব্যপারটাই বেশ মজার, মানে তার জন্য যে ভাইরাসটা তৈরী করেছে এবং তাদের জন্যেও যারা এটা ছড়াচ্ছে কিন্তু যারা এর ভোগান্তির শিকার হচ্ছে, তাদের জন্য ব্যপারটা মোটেও সুখকর নয় আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি- তারা যখন Islami Bank Internee করছিলো, তখন এই Guddu ওই Bank এর কতগুলা PC তে তার কারামতি দেখিয়েছিলো যার ফলে ওইসব PC থেকে যেসব file হারিয়ে গেছে, তা নাকি আর ফিরে পাওয়া যায়নি


 

 

  আজকে এটা নিয়ে আর লিখালাম না আশা করি এর পরের বার Guddu থেকে নিস্ক্রিতি পাওয়ার পথগুলো নিয়ে একটা ছোট লেখা লিখবো,

                                                                                    ইনশা আল্লাহ।

 
 
LiveJournal Tags:
 
 
 
 

 

 

 

কোন মন্তব্য নেই: