মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০০৮

Mouse... আমাগো মডার্ণ ইন্দুর বাচ্চা...

সেই ১৯৬৪ সালে Dr. Douglas Engelbart সর্বপ্রথম mouse আবিস্কার করেন যা ছিল 2 wheeler এবং 1 button এর। wheel ২টার একটা horizontal আরেকটা vertical movement detect করত। দেখতে অনেকটা পাকা ইটের মত ছিল সেই আজিব বস্তুখানা। একটা ছোটখাট বাক্স থেকে লম্বা তার বেরিয়ে কম্পিউটারে লাগত, জিনিস্টা অনেকটা ইদুরের মতই লাগত, তাই এর নাম হল MOUSE।









কিন্তু আজকের Mouse এর mouse এর দিকে তাকালে কি চিন্তা করা যায় আমরা এই ৪৪ বছরে কত চিকন হয়ে গেছি?




























হুমম... মনে হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে mouse ও diet control করছে।

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Last year I got a mouse as gift from Microsoft. That is more sexy and don't have any wire as it's Bluetooth. You can also take a look at it from here; http://crave.cnet.co.uk/gadgets/0,39029552,39195487,00.htm

A Slave of Allah... বলেছেন...

Wow, এটা তো পুরা ঝাক্কাস, কিন্তু নামটা যেন কি? MOGO!!! মানে কি - আমাগো!!? কি যে নাম রাখে manufacturer রা, এরা কি নিজেরাও জানে এর মানে কি? তবে জিনিসটা জটিল।